ফেরারী মন - রেবা সরকার
এক ঝটকায় তোমার নরম হাত
দুপুর কথায় নীরব সুরালাপ
বিকেল হলে বাতাস ওড়ায় ঘুড়ি
আকাশ পথে উড়ছে সর্বনাশ
রাতের বেলা নিজেই রাঁধো বাড়ো
মাঝে মাঝেই ফেসবুকেতে হাত
মনের মধ্যে ওলটপালোট কথা
এক নিমেষে সুধরে দিলে আজ
বলতে পারি তোমায় অনেক কথা
ভাবছি বলি, বলি কি বলবো না
বুকের মধ্যে তাল-ফেরতা নদী
গ্রামের কাছে ছবি যে মূর্ছনা
বয়স হলে ফেরারী সব চিঠি
তেঁতুল গাছের কথা লেখা তাতে
চিরদিনের ভালোবাসা টুকু
না হয় তুমি তুলে নিও হাতে
এক ঝটকায় তোমার নরম হাত
দুপুর বেলার নীরব সুরালাপ
বিকেল হলে পাখির নীড়ে ফেরা
আমার চোখে হায় রে দিনলিপি
রেবা সরকার। কোলকাতা
-
ছড়া ও কবিতা
-
23-06-2020
-
-