একদিন পৃথিবী সুস্থ হবে – আবদুল্লাহ আল মামুন
বলেছিলাম না একদিন পৃথিবী সুস্থ হবে
সেদিন আর এই মহামারী টহামারী থাকবে না
থাকবে না জুলুম, নির্যাতন, গরিবের উপর অত্যাচার।
এরকম ধর্ষণ, চুরি ডাকাতিও থাকবে না।
বলেছিলাম না একদিন পৃথিবী সুস্থ হবে
সেদিন আর বস্তা চুরির ঘটনাও থাকবে না
প্রকৃতির উপর অমানবিক নির্যাতন থাকবে না
কেউ আর তিমি, শুশুক এগুলো অকারণে মারবে না।
সেদিন গর্ভবতী প্রাণীকেও মারবে না
কেউ অকারণে গাছপালা কাটবে না
বন উজাড়, নদী দখল করে কেউ কলকারখানাও করবে না
বলেছিলাম না একদিন পৃথিবী সুস্থ হবে
সেদিন কেউ জায়গা নিয়ে তর্ক করবে না
এক দেশ আরেক দেশে ড্রোন হামলা করবে না
ধর্ম, বর্ণের কারণে কেউ কাউকে তাড়িয়ে দেবে না
অসহায় নর নারীর উপর কেউ নির্যাতনের স্ট্রিম রোলার চালাবে না।
বলেছিলাম না একদিন পৃথিবী সুস্থ হবে
সেদিন গাছে গাছে পাখি ডাকবে, নদীতে মাছেরা অবাধ সাঁতার কাটবে।
মুক্ত বাতাসে শ্বাস নিতে কষ্ট হবে না শিশুর
ভালোবাসা ছড়াবে প্রতি পশুর।
ধর্মে বর্ণে থাকবে একাকার মিশে,
ঝগড়া বিবাদ থাকবে না কোন দলে।
কোথায় পাবো সেই পৃথিবী, কোথা পাবো সেই দেশ
ভাই ভাই থাকলে মোরা, যেতে হবে না নিরুদ্দেশ।
আবদুল্লাহ আল মামুন। দিনাজপুর
-
ছড়া ও কবিতা
-
23-06-2020
-
-