ইমন শেখ-এর তিনটি কবিতা
ভদ্রলোক
চোখের সামনে খুন-খারাবি
চুরি ডাকাতি যা-ই হোক,
আমার কিছু করার নাই
কারণ আমি ভদ্রলোক।
মরছে মানুষ ধুঁকে ধুঁকে
তাদের প্রতি গভীর শোক,
এতটুকুই করতে পারি
কারণ আমি ভদ্রলোক।
গরীবেরই রক্ত চুষে
ওরাই হায়না ওরাই জোঁক,
তবু থাকি চুপটি করে
কারণ আমি ভদ্রলোক।
মা-বোনেদের বেইজ্জতি
চক্ষু বুঁজে গিলে ঢোক,
আস্তে করে কেটে পড়ি
কারণ আমি ভদ্রলোক।
ডানেও নাই, বামেও নাই
কোন দিকে নেইকো ঝোঁক,
সহিংস না, অহিংস না
কারণ আমি ভদ্রলোক।
নিন্দুকেরা নিন্দা করে
ওদের মুখে পড়ুক পোক,
সাতে ও নাই, পাঁচে ও নাই
কারণ আমি ভদ্রলোক।
দেশটা মরুক পঁচে-গলে
শকুনেরা মারুক ঠোক,
আমারতো ভাই হাতপা বাঁধা
কারণ আমি ভদ্রলোক।
প্রত্যাশা
রক্ত কিংবা
রক্তে রঙিন মুখ
অশ্রু কিংবা
বোনের বিবস্ত্র বুক
অস্ত্র কিংবা
অস্ত্রধারী পাণ্ডা
লেজ কিংবা
লেজুড়বৃত্তির ঝাণ্ডা
চাইনা চাইনা।
শুধু চাই
কালো ছায়া
কালো হাত
কালো কায়া
কালো রাত
নিপাত যাক,
নিপাত যাক।
মুক্ত আকাশ
মুক্ত হাওয়া
শুভ্র হাসি
এই-ইতো চাওয়া
পূর্ণ হোক পূর্ণ হোক।
ইচ্ছা
বাবার স্নেহের
হাতটি ধরে
হাটি হাটি পা পা করে
হাঁটতে আবার
ইচ্ছে করে।
মায়ের কোলে
মাথা রেখে
ঘুমপড়ানি মাসির গানে
ঘুমুতে আবার
ইচ্ছে করে।
ছোট্ট বেলার
দিনগুলিতে
হারিয়ে যেতে
ইচ্ছে করে।
শিশির ভেজা
ঘাসের ওপর
পা বাড়াতে
ইচ্ছা করে।
ইচ্ছা করে
তালপুকুরের
স্বচ্ছ জলে
সাঁতার দিতে।
ইচ্ছে করে
গাঁথতে মালা
শরৎকালে
শিউলি ফুলে।
ইচ্ছে করে
আম কুড়াতে
ঝড়ের দিনে
বনে বাদাড়ে।
ইচ্ছে করে
কচুর পাতায়
ঢাকতে মাথা
বাদল দিনে।
ইচ্ছে করে
উড়াই ঘুড়ি
ছুটি আবার
লাটাই নিয়ে।
ইচ্ছে করে
ঝাঁপিয়ে পড়ি
মহাকালের
অতল তলে।
ইচ্ছে করে
ছিনিয়ে আনি
হারানো দিন
মুঠোয় পুরে।
ইমন শেখ। কালিয়া, নড়াইল
-
ছড়া ও কবিতা
-
24-06-2020
-
-