অটোয়া, বৃহস্পতিবার ২ মে, ২০২৪
প্রদীপ্তা গোস্বামী-র দু’টি কবিতা

প্রাক্তন 
পাত অতীত আজ বর্তমান -
যাবতীয় সুখস্মৃতি মেদুর ভালোবাসা
                       নিশ্চিত ইতিহাস।

ভিড় ট্রাম কখনো বা ফাঁকা রাস্তা
                   জায়গাটা যাই হোক, 
         স্মৃতিরোমন্থন অনন্ত অসীম।      

হৃদগভীরে আত্মগ্রোথিত অঙ্গীকার -
             উদাসীন 'দোসর' -কে ঘিরে 
    শেষ, তবু সেই চৌরাস্তার মোড়ে
ঘুরে ফিরে একই পথে ফিরে আসা। 

    চড়াই-উৎরাই পেরিয়ে
আদিম স্রোতে ভেসে চলা।।   

কবি ও কবিতা
লিখিনি বহুদিন
মাথার মধ্যে হিজিবিজি শব্দগুলো দানা বাঁঁধে 
অন্ত্যমিল খোঁজ,  পায় না। 

একত্র হয়ে লালকে নীল,  আর নীল কে - 
না, থাক, ছন্দের কথায় আসা যাক -
ব্যাপ্তি, বিস্তার, প্রসার
ব্যক্তিগত কথার পাহাড়
উপচে পড়ে অজস্র অনুকরনে।

ঘটনার ঘনঘট,  শব্দের অনুরণন
অবশেষে পথ হারায়।।

মুশকিল আসানের ভান্ডার যখন তলানিতে ; -
মুখের হাসি বাষ্পীভূত হয়ে 
শুন্যকে পূর্ণতা দেয়।

এলোমেলো অঅক্ষরগুলো কবিতা হয়ে ওঠে
 জীবনদর্শন শেখায়
বিচারাধীন আসামীর মত নেয়।।

প্রদীপ্তা গোস্বামী
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, 
পশ্চিমবঙ্গ