অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
বাংলাদেশ - আইরিন সুলতানা লিমা

মার বুকের মধ্যে একটি বাংলাদেশ
নিত্য অনাচার ও শোষণের আঁধারে
পেঙ্গুইনের মতো একসময় সাঁতার কাটতো;
সেখানে মাটির বুক চিরে জেগে উঠলো এক সাহসী বুলেট!
একটি বুলেট থেকে জন্ম নিলো সহস্র বুলেট
তারপর শোষণের বুকে ছুঁড়ে দিল সবকটি বুলেট।

এই বুকের মধ্যে বহু ক্ষত সহজে শুকাবার নয়;
ক্ষত বুকে করেই ঘুরে দাঁড়ালো সাহসী বুলেট।
তখন সোনালি ধানে ফসলের গোলা ভরে কৃষক
স্বাধীন মাটির বুকে রক্তের দাগ শুকিয়ে গেল
শোষণের নাগপাশ থেকে মুক্ত হল দেশ।
পৃথিবীর বুকে বাংলাদেশ সুউচ্চ পর্বতের ন্যায় দাঁড়ালো!
তারপর লোভী শকুনের দল গিলে খেল
সেই সাহসী মানবিক বুলেট!
যার বিশ্বাস ছিল মানুষের ওপর,
হায়েনাগুলোকে যে মানুষ ভেবেছিল।

এরপর শকুনেরা লুটে খেল পুরো মাটি
আঁধার নেমে এলো পুনরায়!
ততদিনে বুলেটের রক্তে প্রসব করা সন্তান বেড়ে উঠলো;
অনাচার গঞ্জনা সয়ে সে হয়ে উঠলো এটম বোমার চাইতেও শক্তিশালী!
এক এক করে বিনাশ করতে শুরু করলো হায়েনাদের।

বাংলাদেশ এখন উড়ছে...
আমার বুকের মধ্যে ডানা মেলে
সে পাখির মতো উড়ে চলছে...।

আইরিন সুলতানা লিমা
চাঁদপুর, বাংলাদেশ।