অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
অনুভূতির সরল পদ্য - মোহাঃ আব্দুল ওয়াজেদ

হে মানব সত্তা; 
কাহার নিকট রাখিয়াছ বন্ধক তোমার বিবেক?
কুসুমের স্নেহতলে ব্যথার পরাগরেনু 
আঁধার শর্বরী নিত্য প্রেম তালাশ করে৷

হে রহস্যের অনুসন্ধানকারী! 
তোমার ভাগ্য গগণের জীয়ন কাঠি
আয়ুর বিয়োগফলে অহর্নিশ ব্যথাহতা 
আজো খুঁজে ফিরে আসল ঠিকানা৷

বহমান স্রোতধারার আপাত পতন ধ্বনি 
ঐ শোন প্রেয়সী প্রণয়িনীর যৌগিক বিলাপ 
কর্মযজ্ঞের ক্লান্তিমাখা অনিবার্য অবসানে 
মাটির কবর তোমায় প্রতিনিয়ত আহবান করে৷

হে জগতের বাসিন্দাসকল ; 
জেনে রাখ এই পৃথিবী তোমার ভ্রমণ মঞ্জিল 
বৃথা তোমার অমরত্বের বাসনা 
কসম করে বলছি - 
মিথ্যুক ইবলিশ নিজেও জানে সে জাহান্নামী৷

মোহাঃ আব্দুল ওয়াজেদ
আমানা গ্রীণ সিটি,  নওগাঁ সদর, নওগাঁ