জীবন যুদ্ধ - সাফিকুল ইসলাম
চলার পথে অনেক বাধা
সামলে চলায় দিনবদল,
হেরে যাওয়া কঠিন তো নয়-
যুদ্ধে লড়ে সৈন্যদল।
রাত্রি হলেই রাস্তা ফাঁকা
ল্যাম্পপোস্ট টিও দাঁড়িয়ে বেশ,
একলা আলোয় লুকোচুরি
অন্ধকারে নিরুদ্দেশ।
রঙিন সুতোয় শিউলি ফুলে
শীতের সকাল আগুন পোহায়,
অবাক চোখে যুদ্ধ নেশা
জীবন এখন থমকে দাঁড়ায়।
সাদা কালো ফাঁক-ফোকরে
মরুভূমির দীর্ঘশ্বাস,
বালির ভিতর একলা জীবন
যুদ্ধ খেলা বারোমাস।
একলা পাখি খুব সকালে
শরৎ সুবাস মাখিয়ে গায়,
যুদ্ধ ফেরা ক্লান্ত সেনা-
ভালোবাসার গান শোনায়।
কত স্বপ্ন কত ব্যথা
আগলে রাখা মাটির ঘ্রাণ,
চলার পথে বিঁধবে কাঁটা
ক্ষতবিক্ষত সবুজ প্রাণ।
হ্যাঁচকা টানেও ভাসবে ভ্যালা
ঝড়-বৃষ্টি জীবনভর
লড়তে হবে অস্ত্র ছাড়া
যতই থাকুক চাপানউতোর।
ভালোবাসায় বাঁচতে শেখায়
ভালোবাসায় যোদ্ধাদল,
হেরে যাওয়া কঠিন তো নয়
যুদ্ধে লড়ে সৈন্যদল।
সাফিকুল ইসলাম। মুর্শিদাবাদ
-
ছড়া ও কবিতা
-
26-06-2020
-
-