ভেবোনা পরকীয়া - সেলিনা শেলি
এক পেয়ালা চাঁদ দাও আমায়,আমি চেটে দেখি
সাথে এক পেয়ালা তারা।
পারলে একখণ্ড আকাশ দাও
মেঘ বৃষ্টি ঝড় ছাড়া।
এক পৃথিবী আধাঁর দাও
দেখি কেমন স্বাদ।
দু'একটা বর্ণ ধার দাও
দেখি বানাতে পারি কি কোন প্রবাদ।
এক ধ্রুব সত্যের ওয়াদা দাও
মিথ্যের সাথে দাও আড়ি।
মিথ্যেকে পায়ের ধূলো করো
যতো দিন না যাবে দুনিয়া ছাড়ি।
এক সত্য সুন্দরের হাত দাও
যেটা শুধুই বন্ধুর কোমল হাত।
আধাঁর আধাঁর খেলায় মাতিয়ে
ভেবোনা সেটা পরকীয়া কোন রাত।
এক স্বর্গ প্রাণ এ বুকে আছে
যদি তার করো ভালো চাষ।
মরেও তোমার রয়ে যাবে
এই পৃথিবীর বুকে বসবাস।
সেলিনা শেলি। যুক্তরাজ্য
-
ছড়া ও কবিতা
-
26-06-2020
-
-