অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
বিশ্বজিৎ কর-এর দু’টি কবিতা

এসো, হাত ধরো! 
দ্বিধা নয়, দ্বন্দ্ব নয়, হাত ধরো-
বিশ্বাসের শক্ত ভিতের উপর! 
সন্দেহ নয়, অস্থিরতা নয়, ভালবাসতে শেখো-
সুস্থ মানসিকতায়! 
কাছে এসো, উষ্ণতা নাও, কামনার বাতাবরণে-
আলিঙ্গনাবদ্ধ হও! 
অঙ্গীকার করো, জীবনের কথা বলো, 
দৃঢ় আন্তরিকতায়-
চলার পথের সাথী হও! 

আমি তোমার! 
তোমার অবসরে, 
আমাকে সময় দিও..... 
আমি আকাশ ছুঁয়ে ফেলব! 
তোমার ভালবাসায়, 
আমাকে স্বস্তি দিও..... 
আমি শান্তির পারাবত এনে দেবো! 
তোমার উষ্ণতায়, 
আমাকে তাপ দিও..... 
আমি জীবন আঁকড়ে ধরব! 

বিশ্বজিৎ কর। কলকাতা