আবু আফজাল সালেহ-এর ছড়া
বর্ষাকাল
শাদামেঘের ওড়াউড়ি
চনমনে রূপ নীল আকাশে
কালোমেঘের কপালে টিপ
বৃষ্টি ঝরে জোর বাতাসে।
এদিকজুড়ে বিষ্টি পড়ে
ওদিকজুড়ে আলো ঢালে
আম-কাঁঠালের মিষ্টি ঘ্রাণে
শালিক-দোয়েল নাচে ডালে।
বর্ষারূপ
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
সকাল-বিকাল রাত্রি-দুপুর
বৃষ্টিধারা পথে ঘাটে
টলোমলো পুকুর ঘাটে।
বৃষ্টি শেষের আলোর ঝলক
লতা-পাতায় দ্যাখো রূপ
নীল আকাশে ভেসেওঠা
রামধনুর অপরূপ।
বর্ষাসুরে ইচ্ছে রাঙে
আষাঢ় মাসে বৃষ্টি পড়ে
মুষলধারে কলকলিয়ে
বৃষ্টি পড়ে সবুজ পাতায়
টিনের ছাদে ছলছলিয়ে।
শ্রাবণ মাসে বৃষ্টি পড়ে
বৃষ্টি ভরে আমন মাঠে
কিলবিলিয়ে পুঁটি খলসে
বৃষ্টিস্রোতে পুকুরঘাটে।
বর্ষাকালের বৃষ্টিসুরে
ইচ্ছে রাঙে কল্পনাতে
ইচ্ছেখাতা রঙিন করে
নতুন নতুন আলপনাতে।
আবু আফজাল সালেহ
কবি, কলামিস্ট
চুয়াডাঙ্গা।
-
ছড়া ও কবিতা
-
28-06-2020
-
-