রংয়ের মিতালী - এড.জহুরা খাতুন জুঁই
মেঘলাকাশের রংধনুর সাথে
আমার মিতালী আছে।
কষ্ট পেয়ে নিরবে, রক্ত ঝরা লাল রংগুলো
জমাট বেঁধে, গাঢ় খয়েরি রুপ ধারন করেছে।
হারানোর বেদনায় আছড়ে পরা ঢেউগুলো,
নীল রংয়ের আচঁলে ঢেকে রেখেছে স্মৃতির পাতা।
জীবনের স্বপ্নগুলো সবুজ ঘাসের বুকে,
শিঁশির বিন্দু হয়ে আলো ছড়ায়
উজ্জ্বল নক্ষত্রের মতো।
ঘুমের ঘোরে, চঞ্চলা হরিণীর মতো
আজো আমি ছুটে চলি
হলুদ রংয়ের সর্ষে ক্ষেতে।
কখনোবা ভাল লাগা অনুভূতিগুলো,
ইচ্ছে ডানায় ভেসে বেড়ায়
হালকা আকাশী রংয়ের পাখা মেলে।
না বলা কত অভিমান লুকিয়ে আছে
বেগুনী রংয়ের বাক্স বন্দি হয়ে!
ক্ষণিকের এ জীবনের হিসেব মিলাতে মিলাতে
অস্তমিত সূর্যের কমলা রংটিও আজ
ছটফট করছে ডুবে যেতে!
আমি মিশে যেতে চাই, আমি মিশে যেতে চাই,
শুভ্র সাদা মেঘের ভেলায়,
হারিয়ে যেতে চাই, কালো অন্ধকারের না ফেরার দেশে।
জীবনের সব রংগুলো,একত্রে মিশে
আমায় ধূসর রঙের মুকুট পরিয়েছে,
করেছে উর্ধ্বলোকের বাসিন্দা।
তাইতো আমি পথ চলেছি একেলা,
জীবনের সমাপ্তি ঘটে যেথায় সাদা রংয়ের ভেলায়।
জহুরা খাতুন জুঁই
অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিমকোর্ট
রহমতগঞ্জ, চকবাজার, ঢাকা,বাংলাদেশ।
-
ছড়া ও কবিতা
-
28-06-2020
-
-