শুভ জিত দত্তের কবিতা
অপেক্ষার অবসানে
শরৎ এর শুভ্র মেঘের
ভেলায় ভেসে আসবে তুমি,
কোন এক অজানা ক্ষনে।
যখন তোমার অপেক্ষায়
প্রহর নিমিষেই হবে শেষ,
সেদিন দেখা হবে
শত অপেক্ষার অবসানে।
যেদিন প্রকৃতি তার রূপের,
ছটায় মুগ্ধ করবে তোমায়।
ভুলিয়ে দিয়ে যত মান,
অভিমান রেখেছিলে জমিয়ে।
পাখির গানে করবে মুগ্ধ,
শুনবে অবাক হয়ে।
আর ভাবতে ভাবতে হারিয়ে,
যাবে অচিন পাখির দেশে।
ইচ্ছে হলেই মেলতে পারো
পাখির মতো ডানা,
করবে না কেউ নিষেধ বারন।
দেখতে দেখতে সময়,
কখন হারিয়ে যাবে শেষে।।
অদেখা চিঠি
বলেছিলাম আসবো ফিরে
যে ভাবে হোক তোর কাছে,
আছি এখন খুব কষ্টে
মরণ যন্ত্রনা শয্য করে।
দেশের তরে যাই যদি
প্রাণ দেব হাসি মুখে,
ছায়ার মতো থাকবো পাশে
করিস নে ভয় আছি সাথে।
স্বাধীন করে আসবো ফিরে
বীরের বেশে তোদের কাছে,
দেখবি তখন করবো মজা
বাপ ছেলে দুজন মিলে।
মাতিয়ে রাখবো দেখিস তুই
করবো কতো খেলা তখন,
স্যালুট দিবি তখন আমার
ভরবে বুক গর্বে আমার।
ইচ্ছে আছে তোদের নিয়ে
ঘুরব কতো মজার দেশে,
হবে কি না আসা ফিরে
মৃত্যু মিছিল হচ্ছে দীর্ঘ।।
শুভ জিত দত্ত। ঝিনাইদহ
-
ছড়া ও কবিতা
-
28-06-2020
-
-