তোমার বুকের প্রতিটি বোতাম আমার কাছে এক একটি উপন্যাস।নৌকায় চড়িয়ে রেখেছি বাঁশিসারা শরীরে প্রজাপতির পেলবতা থেকে ঝরছে রেনুউড়ে চলা চাতকের ঠোঁটখুলে রেখেছে ব্যাকুলতা।সময় তোমার কস্তুরী নাভি মেখে সুগন্ধি হয়ে উঠেছেএখন বাঁধ ভাঙ্গার অপেক্ষাভেসে চলা মেঘ ষোড়শীর মতই ঋতুমতীঅঙ্গ পাতা আছে প্রাগৈতিহাসিক বাসরের বুকেএখন শুধু হৃদয়ের গতি মেপে যাওয়া।আমি পাগল পাঠকের মত খুঁটিয়ে দেখতে চাই প্রতিটি অক্ষরতারপর বানভাসি হলে আক্ষেপ রইবে না আর।ওই শোনা যায় দুটি মেঘের বিভৎস মিলনঅঝোরে ঝরে পড়ছে পৃথিবী।এই ক্ষণে ঢেকে যাক সমস্ত রজনী।বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। বাঁকুড়া
Ashram Bengali Magazine, Ottawa