অটোয়া, রবিবার ৬ এপ্রিল, ২০২৫
আঃ আজিজ-এর কবিতা

পালা বদল
রিক্ষাগৃহ জল-স্থলের ভূ-তট
অবিরাম আমৃত‍্যু অম্ভেষন স্বভাব
খোঁজে বেমালুম, কি তার অভাব
স্বর্গীয় মুখোসে নরকের আসবাব।

বড় গলায় বলে আমি সরল তাই
প‍্যাচ-পঙ্কিলতা একদম বুঝি না।
না হক পয়সা আমার অতি ঘৃনার
জুলুম না-হকের ধারেও চাপি না।

তাহলে মজলুমের অশ্রু কি মিছে ?
কি হেতু ঐ ক্ষমতা ধ্বংসের পিছে
কোন সে লোভী মূর্খ গলাবাজ। যে
দোয়ার আসন ছেড়ে নেমেছে নিচে।

হাজার স্মৃতি পৃথিবী জুড়ে কথা কয়
প্রতাপের লুটের জালিম অসহায় হয়ে 
মজলুমের দারে হাত পেতে ভিক্ষা চায়
হিংস্রতা নির্লজ্জে প্রয়শ্চিত্ত করে যায়।

ক্ষমার কর্চা
ক্ষমা শ্রদ্ধার অহিংসার প্রতিরূপ
শ্রদ্ধাকে ভালোবাসি ক্ষমার তরে
ক্ষমাশীল আদর্শের সূতিকাগার
ক্ষমা ধৈর্যের মাধুর্যপূর্ণ অভিসার।

যার মুখে বিচিত্র ভাষা মধুময়
যে মধুর আড়ালে বিষের ছায়া
অনিন্দ খোলসে কদাকার মন
ধ্বংস ডাকিয়া হলেও ছিনে জয়।

আমি প্লাবন প্রলয়ে থাকি নির্ভয়
মহা সুমুদ্রে ভাসিবার আসা রাখি
মহা দুর্যোগে বাচিবার স্বপ্ন দেখি
তবে মিথ‍্যের ক্ষমাহীনে করি ভয়।

ক্ষমায় অপরাগ নীতিহীন অসভ‍্য 
যুগ যুগের অনাগত ধ্বংস প্রলয়।

আঃ আজিজ
মাদারী পুর, বাংলাদেশ