অটোয়া, বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪
খোলা হাওয়া আমার প্রেয়সী - রানাকুমার সিংহ

বনত হতে চাই বৃক্ষের কাছে, নদীকে
ভালোবেসে করতে চাই আলিঙ্গন 
পাখিদের দলে ঢুকে উড়ে উড়ে সবুজ পৃথিবী 
দেখার ইচ্ছে তো দমিয়ে রাখা বড়ো 
কঠিন হয়েছে আজ! 
পিঁপড়ের সারি হেঁটে চলা বৃক্ষের শাখা কেটে 
পাপ করেনি মানুষ? প্রতিদিন কতশত 
নদীর বুকে চালিয়েছে রাসায়নিকের তীক্ষ্ণ  
তীর আর ভেসে গেছে নদীর যৌবন! 
নীড় হারা হয়েছে পাখি! আকাশে জ্বলেছে
আতশবাজি, ছাই হয়েছে প্রকৃতির ডানা! 
মানুষ রয়েছে ক্রীতদাস, মানুষ মরেছে 
বোমায়; মানুষ মরেছে উন্নত জীবনের খোঁজে। 
যে সভ্যতায় প্রকৃতি ছিল বেহাল, সে কি 
প্রতিশোধের আগুনে পোড়াচ্ছে যাবতীয় 
সভ্যতার আয়োজন? 
প্রকৃতির সন্তান আমি। নদী আমার মা, 
বৃক্ষ আমার ওস্তাদ আর পাখি আমার বন্ধু! 
খোলা হাওয়া আমার প্রেয়সী, যে প্রয়সীর
গায়ে সভ্যতার ধর্ষণ-চিন্হ মুছে দিতে চায়
আজ আমার পৃথিবী ; আমি পৃথিবীর সন্তান। 

আগামীকাল পৃথিবীর সব কষ্ট মুছে গেলে
অবনত হব বৃক্ষের কাছে, নদীকে ভালোবেসে করব আলিঙ্গন ; পাখিদের দলে ঢুকে উড়ে যাব সবুজ পৃথিবীর সতেজ বহরে। 
খোলা হাওয়ায় এঁকে দেবো- দীর্ঘ চুম্বন...

রানাকুমার সিংহ। সিলেট