অপর্না শীল-এর কবিতা
নিজের কাছে
অনেক মহামানবের ভিড়ে
ক্ষুদ্র কীটতুল্য এক যাযাবর
দ্বীপ থেকে দ্বীপান্তরে
ছুঁয়ে জেনেছি জীবন এক পারাপার।।
উন্মত্ত ঘোড়ার মত যতই ছোটে
আগ পিছ দুটোই শূন্য
মহাশূন্যের মত শূন্য
দুদিকের টান অসীম অনন্য।।
ফেলে আসা মায়াবী দরদ
সম্মুখে ছোটার অনন্ত তৃষ্ণা
সময়ের মাধ্যাকর্ষন শক্তি
সব অর্জন কেড়ে শূন্যতা ভরে দেয়।।
যখন একা শ্রেষ্ঠের দলে
তখন প্রান কাঁদে হুহু করে কেন?
তারে শুধাও নি কখনো
তোমার কি চাই?
নিরবতা গাড় হয় নিরবে
কাল চুল সাদা হয়
আদরের চামড়ায় ভাঁজ পড়ে
তখনো জানা হয় না।।
কি বলার ছিল?
কি করার ছিল?
কি পাওয়ার ছিল?
নিজের কাছে নিজের।।
প্রানের কাঁদন
নন্দিত সে ফুল,
ভুল যদি হয় হোক
নাইবা ফুটুক তমাল ডালে
নাইবা হল অশোক,
তবু আপন স্বর্গ
সাজিয়ে যাবো শূন্যতারে ঘিরে।
মিষ্টি হাসি কণ্ঠ কুসুম
নাইবা পেলাম ফিরে।
পালিয়ে গেলে চলে
স্বার্থের মায়াপুরে,
সাঁজ ঘরে আজ মুখরতার বাঁশী
বাজছে দেখ তোমার ভুবন ঘিরে।
দস্যু মনের স্বপ্ন বিলাস
বানের জলের মতো,
ভাসিয়ে চলে লক্ষ্য জীবন খেয়াল
দিনে রাতের রাগ রাগিণী শত।
দেনার ঘরে পাওয়ার ক্লান্তি
অনুরাগের মাতম,
প্রানের ঘরে সঙ্গ দেবে তোমায়
অনন্ত কাল নিত্য প্রানের কাঁদন।
অপর্না শীল। নোয়াখালী
-
ছড়া ও কবিতা
-
02-07-2020
-
-