অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
বিষণ্ণ শহর - মাসুম বিল্লাহ্ শাহ্

জস্র পথচারীর অদম্য কোলাহলে
হাঁপিয়ে উঠা ব্যস্ত শহরটিও বিষণ্ণতায় ভুগছে!
করোনার প্রবল আঘাতে ছেয়ে যাওয়া শহরটি
একাকিত্বের কানায় কানায় ভরে উঠেছে।
কোথাও মানুষ নেই, ছাত্রদের ছুটাছুটি নেই,
যুগল প্রেমিক রিকসার হুড উঠিয়ে
অলিতে-গলিতে পার্কে ঘুরে না,
রোমাঞ্চিত শহরটি আজ প্রবল বিষণ্ণতায় ভুগছে!
আবরার, তনুদের জন্য কেউ মানববন্ধন করে না,
অধিকার আদায়ের জন্য করে না আমরণ অনশন,
শহরটিতে হরতাল নেই, ধর্মঘট নেই, যানজট নেই,
আন্দোলনে মুখরিত শহরটি আজ বিষণ্ণতায় ভুগছে!
অধীর আগ্রহে অপেক্ষা করা
খোকা-খুকির জন্মদিনটি এক রুদ্ধশ্বাস!
পথের বিষণ্ণতা, মানুষের বিষণ্ণতা, বাড়িওয়ালার বিষণ্ণতা,
বিষণ্ণতায় বিষণ্ণতায় ভরপুর হয়ে উঠেছে শহরটি।
রাত জাগা গোপন প্রিয়ার মৃদু কণ্ঠস্বর,
গভীর রাতে মধ্যবিত্ত হোম-টিউটরের ঘরে ফেরা,
বন্ধুরা মিলে টং এর দোকানে চা'য়ের আড্ডা,
শহরটিতে আজ কিছুই নেই, একা, বিষণ্ণতা!

মাসুম বিল্লাহ্ শাহ্
আটোয়ারী, পঞ্চগড়