অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
পৃথিবী হাসবে আবার - অজিত রায় ভজন

পৃথিবী  হাসবে আবার, নতুন ভোরে,
ভাঙ্গবে জানি রে ঘুম, পাখিদের সুরে।
সূর্য হাসবে ঠিক, রক্তিম রঙে,
আলো-টাও নাচবে রে, আপন ঢং-এ।

সোনালী ধানের ক্ষেতে, লাগবে দোলা,
হাওয়াতে উড়বে কত, শিমুলের তুলা।
নদীতে পানসী যাবে, রঙিন পালে,
গাইবে ভাঠিয়ালী, মাঝি সুরে তালে।

আবার হাসবে চাঁদ, তারাদের সনে,
ডাকবে ঝিঁঝি পোকা, বাঁশেরই বনে।
আসবে আবার ঠিক, হাসি মাখা দিন,
দুঃখটা হারা হবে, ব্যথা হবে লীন।

আবার খেলতে যাবো, সকলেই মাঠে,
আনাগোনা ফের হবে, গেরামের হাটে।
জীবাণু-রা হেরে গেলে, সব হবে ঠিক,
পৃথিবীটা জেগে উঠে, শুধু হাসি দিক।

অজিত রায় ভজন 
সিলেট, বাংলাদেশ