অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
সন্ন্যাস - আশুতোষ ঘোষাল

বিছানা নয়, ঘুম চেয়েছো
ত্যাজ্য আসক্তিতে
ঘুম আসে না, আসে না ঘুম
দাহ্য মশারিতে।
শরীরগুলি আলাদা হয় মধ্যরাতে,
খোঁজ রাখোনি কারণ ছিল―
নরম চাদর;
শূন্য দিয়ে আদর-যত্নে সাজালে ঘর,
মায়ার শহর― নিখুঁত হাতে;
এখন সময় মুষ্টিমেয়,
শরীরগুলি অশরীরে এক হতে চায়
বনবাসী ঘুম শরশয্যায়।
নিশ্ছিদ্র ঘুমের জন্য
সন্ন্যাস চাই,
সন্ন্যাস চাই।

আশুতোষ ঘোষাল। বীরভূম, পশ্চিমবঙ্গ