অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
শক্ত করে হাত ধরো সখি - দুলাল সরকার

পৌষ শীত ছুঁইয়ে দেয় গা
শীতল সোহাগ অলস আঁকা ঘুম
যতন কথায় নিশি পেরিয়ে ভোর
আদুল স্পর্শে এক পৃথিবী উম্

তোতা কথায় চাঁদ ওঠে রোজ
চাঁদনি রাতে পরী কথায় গান
আকাশে তখন কালো অন্যপারে
আকাশ জুড়ে তারায় তারায় বান

ভালো মনের যত আঁকিবুকি
গল্প দাদু'র সময় তখন উঁকি
যতই আসুক বাঁধা-বিঘ্ন ঝড়
শক্ত করে হাত ধরো সখি

বিষাদ স্বপ্নে আগুন পাখি যত
বিক্ষিপ্ত দিন গুজরান অসাধ্য
থরে থরে সাজানো ফুলের তেজে
সাত রঙের উষ্মা তখন বাধ্য।

দুলাল সরকার 
গাজোল, মালদা 
পশ্চিমবঙ্গ