এইনা হলে প্রেম - আবদুল্লা আল-আমিন
হালকা জলে পা ঢুবিয়ে
হাতের ভিতর হাত রেখে
শান্ত বিকেল কাটাবো,
মাঝে মাঝে পায়ে পায়ে ছোঁয়াছোঁয়ি হবে
চোখের ভাষায় কথা হবে।
এই না হলে প্রেম!
তীব্র শীতে দুজন হাঁটবো পাশাপাশি
এক চাদরে জড়াবো দুটো শরীর,
ঠোঁটের স্পর্শে হবে আলোড়ন
মনের কুয়াশা হারাবে আঁধারে।
এ না হলে প্রেম!
হঠাৎ মাঝরাত্তিরে চাঁদ দেখার শখ হবে তোমার।
আলতো করে কোলে নিয়ে
চাঁদের হাটে যাবো দুজন,
ঘুম ঘুম চোখে জোছনা বিলাসে হবে ভোর।
এইনা হলে প্রেম!
ঝুম বৃষ্টিতে কাক ভেজা হবে তুমি,
কালবৈশাখী গর্জনে
হঠাৎ হঠাৎ ঝাপটে ধরবে আমায়,
অসময়ে করবে কদম ফুলের পাঁপড়ির বায়না,
কি প্রশান্ত হবে সময়।
এইনা হলে প্রেম!
একদিন হুট করেই
তোমার করা আবদারটি পূরণ করবো,
আমার পায়ের উপর তোমার পা-দুটি রেখে
দুহাতে কোমর জড়িয়ে তোমার
দুপায়ে হাঁটবো দুজন।
তোমার ঘন নিঃশ্বাসে চোখ বুজবো আমি।
এইনা হলে প্রেম!
বসন্তের কোনো এক নির্জন সন্ধ্যায়,
হুড তোলা রিক্সায় আমার বুকে মাথা রাখবে তুমি,
তোমার চুলের গন্ধে মাতাল হবো আমি।
উতলা মন হবে শীতল।
এইনা হলে প্রেম!
বারান্দায় বসে নীল আকাশে মেঘের ছুটাছুটি দেখবো,
তোমার দেয়া ঢাক নামটি ধরেই ঢাকবো তোমায়
দু-কাপ কফি নিয়ে হাজির হবে তুমি।
পেছন থেকে গলা জড়িয়ে ধরবে আমার,
চুলে আঙ্গুল ঢুবিয়ে এলোমেলো করে দিবে,
আমি গোপনে খানিক হাসবো।
এইনা হলে প্রেম!
চিকচিকে রোদের আলোয় ঘুম ভাঙবে ভোরে,
তোমার ঘুমন্ত চোখে
আদর বুলিয়ে দিবো।
মুগ্ধ নয়নে দেখবো তোমায়,
তুমি টের পেয়ে শক্ত করে জড়িয়ে নিবে,
আমি চুপটি করে ভালোবাসা গিলবো।
এইনা হলে প্রেম।
আবদুল্লা আল-আমিন,
বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগ,
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী।
-
ছড়া ও কবিতা
-
04-07-2020
-
-