অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
জলজ্যান্ত পুতুল - রণধীর দাস

সারারাত জেগে জেগে, অদ্ভুত ভাবে
মোমে তৈরি করে ফেললুম
এক জলজ্যান্ত পুতুল।
মাথায় চুল স্বরূপ কালি আর
শরীরে টকটকে লাল শাড়ি,
কপালে টিপ ও হাতেগোনা চুড়িতে
ফুটিয়ে তুলেছি তাকে।
আর তাঁর চোখ দুটি মিটমিটি করে জ্বলছে,
যেন বলছে---' কী অবাক হলেন বুঝি?'

সদ্য প্রাণ  পেয়ে আনন্দে  আত্মহারা,
সাড়া ঘর নেচে, গান গেয়ে মাতিয়ে রেখেছে
আমার তৈরি জলজ্যান্ত পুতুল।
নিজেকে দেবতা মনে হচ্ছিল
কিন্তু এমন এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী কেবল
আমার ঘরের চার দেওয়াল।

হঠাত্ কাক ভোরে
দারুণ এক বিস্ফোরণে  ঘুম ভাঙল--
ততক্ষণে আমার জলজ্যান্ত পুতুলের
মৃত্যু ঘটল স্বপ্নের অন্তিম লগ্নে।
বিছানায় বসে ছিলুম অনেকক্ষণ
ঘুমোতে পারিনি আর দুঃস্বপ্নের ঘোরে,
মনের প্রাঙ্গনে দীর্ঘশ্বাস ছেড়ে
আমি অবাক হয়ে গেলুম।।

রণধীর দাস
জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ