শক্তিপ্রসাদ ঘোষ -এর কবিতা
আর্তি
সুগন্ধি মেখে সভ্যতার আঁচড় দিতে দিতে
পৌঁছে গেলাম
অনেকটা চিন্তিত পথ
বিচিত্র সব ঝামেলা এড়িয়ে
আলগোছে ঢুকেও গেলাম
ফেরার পথ হারিয়ে
পাকখেতে খেতে অন্ধকার পাঁকে
ডুবে গেলাম
হাতটা যদিও বাঁচতে চায়
তাই হাত দুটো উপর তুলে
রাখলাম
সভ্য সমাজের কাছে।
স্বপ্ন
ভাবটা এমন নদীর ঢেউ
পাকের ভেতর শব্দ আগুন
কিলবিলিয়ে বইছে বাতাস
মাথার ভেতর অঙ্ক খাতা
হিসেবে শেখায় অন্তর্জাল
ঘরের মাঝে দাবার ঘোড়া
রাজায় রাজায় যুদ্ধ খেলা
ঘোড়ার দৌড়ে বাজিমাত
স্বপ্ন গড়ে পাহাড় চূড়া।
শক্তিপ্রসাদ ঘোষ
রবীন্দ্রনগর, নিউটাউন
কোচবিহার-৭৩৬১০১
-
ছড়া ও কবিতা
-
05-07-2020
-
-