অটোয়া, বৃহস্পতিবার ২ মে, ২০২৪
ধ্রুব সত্য - মেহেনাজ পারভীন

কঝাঁক স্বপ্ন সাথে নিয়ে উদ্ভ্রান্তের মতো ঘুরছি।
আভিজাত্যের মোড়কে মোড়ানো খেতাব;
আরো চাই;আরো চাই...
দাম বাড়ানো,লোক ঠকানো,কালো- সাদা ,অমানবিকতা,নগ্নতা,সুদ,ঘুষ,ভালোবাসা-প্রত্যাখ্যান;যন্ত্রণার ছটফটানি
একটানা জার্নি।
একসময় দেখি-অ্যালব্যাট্রস শুভ লক্ষণ নিয়ে দাঁড়িয়ে,
নীল জল পরিবেষ্টিত দ্বীপ,
উঁচুনীচু পাহাড়,চমৎকার নাতিশীতোষ্ণ,সী-বীচে ফোল্ডিং চেয়ার,
অত্যাধুনিক বিলাসবহুল পাঁচতারা হোটেল।
অ্যাকুরিয়াম,নীল জল ভর্তি সুইমিং পুল,
সুইমিং কস্টিউম ইত্যাদি।
জীবনকে উপভোগ করার সমস্ত উপকরণ মজুদ।
এক ঝলক দেখার সাথেই-
আমার সামনে বড় সত্যি এসে হাজির।
চারিদিকে আতর ও আগরবাতির  গন্ধ!
সাদা কাফন;বাঁশের হাজলা,
মসজিদের খাটিয়া,
সাড়ে তিন হাতের ছোট্র দ্বীপ!

মেহেনাজ পারভীন
দিনাজপুর সদর 
বাংলাদেশ।