ভূঁইচাপা ফুল - ড. সোহেলী নার্গিস
ভূঁইচাপা ফুলের মতো মাটি ফূঁড়ে
উঠে আসি
বার বার উঠে আসি
আসতে হয়। নুয়ে পড়ি, ভেঙে পড়ি
তবুও উঠে আসি।
অকারণে পিষে যায়, অকারণে
যাতনার শিখরে নিয়ে যায়।
শিরদাঁড়া ভেঙে দেয়,
মনের ফাগুনে চৈত্রের দাবদাহ
ছুঁয়ে যায়।
তবুও ভূঁইচাপা ফুল হয়ে হাসি
হাসতে হয়। পথ চলতে হয়।
মাটি ফূঁড়ে উঠে আসি
চাপা পড়ে নাহি থাকি
বার বার উঠে আসি
বাজাই বেণু এ মিথ্যার আসরে।
শোভায় শোভায় ভরে যায় বাগিচা
যদিও আসে সেথা
বৈশাখী বাতাসের মতো লগন কোনো
ছাইচাপা দুঃখগুলো হৃদয়ের বাসরে
গোপন করে করে বেলা অবেলায়
চলে যায়।
তবুও আমি চাঁদহীন রাতের আঁধারে
স্বপ্ন নিয়ে থাকি।
আমি আঁধারের প্লাবণে ভাসি
রোদেলা দিনের প্রহর গুনে
কতো সুখে ভূঁইচাপা ফুল হয়ে হাসি
মাটি ফূঁড়ে উঠে আসি।
মেঠো পথের আল্পনা হয়ে
বেঁচে থাকি চিরকাল।
বর্ণময় ভূঁইচাপা ফুলের মতোই
বিস্ময়ে চেয়ে থাকি।
সুধা ঢেলে দেয়া কর্মকৌশল
বর্ষণের জলের মতো
ধুয়ে যায়, মুছে যায়।
শীতল মায়া, বটবৃক্ষের মতো ছায়া
দিয়ে দিয়ে অবসন্ন হওয়ার মতো
নয় পথচলা।
আমি তো অবসন্ন নই।
জোনাকির মতো আলো দিয়ে
সেথা জেগে রই।
আমি তো অবসন্ন নই।
অভিমানে শুধু হাসি
হাসতে হয়, মাটি ফূঁড়ে উঠতে হয়।
ক্ষয়ে ক্ষয়ে সয়ে আছি।
আমি যে ভূঁইচাপা ফুল।।
ড. সোহেলী নার্গিস
সহকারী অধ্যাপক
বাংলা বিভাগ, উত্তরা বিশ্ববিদ্যালয়
ঢাকা, বাংলাদেশ।
-
ছড়া ও কবিতা
-
06-07-2020
-
-