অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
বোধ - তরুণ শিকদার

লেবেলে কেটে যায়
জীবন প্রহর।
কখনো ঘুম কখনো
আলস্য অপার।
এরই মাঝে স্বপ্নজাগে
বেঁচে থাকার।
চারদিকে নিরন্তর হাহাকার
মৃত্যুর মিছিল।
অনিশ্চিত জীবন বোধ
হয়েছে স্থির।
তবুও থামেনি হিংসা
থামেনি লোভ।
গ্রাসিছে কালো থাবা
দুর্নীতি ক্রোধ।
কে রুখিবে তারে
সে দুর্বিনীত।
জলাঞ্জলি দিয়েছে আজ
সকল সম্মান।
তার মিথ্যা প্রলোভনে
ব্যাথিত ঈশ্বর।
ভুলে যায় প্রতিপদে
মানব সন্তান।

যখনই সুযোগ জুটে
লুফে নেয়।
আবার ভুলের মাশুল
দেয় দেবতারে।
সে নানা উপঢৌকনে
মিষ্টান্ন বিতরে।
হেসে অর্ন্তযামী বলে
নিয়তির লেখা।
খণ্ডাবে কেমনে তারে
মানব সন্তান।
শুরু যার নিষিদ্ধ ভক্ষণে
ক্ষমিলাম তায়।
এবার দেখা তোর
মনুষ্যত্ব অপার।

তরুণ শিকদার। বাংলাদেশ