এলেবেলে কেটে যায়জীবন প্রহর।কখনো ঘুম কখনোআলস্য অপার।এরই মাঝে স্বপ্নজাগেবেঁচে থাকার।চারদিকে নিরন্তর হাহাকারমৃত্যুর মিছিল।অনিশ্চিত জীবন বোধহয়েছে স্থির।তবুও থামেনি হিংসাথামেনি লোভ।গ্রাসিছে কালো থাবাদুর্নীতি ক্রোধ।কে রুখিবে তারেসে দুর্বিনীত।জলাঞ্জলি দিয়েছে আজসকল সম্মান।তার মিথ্যা প্রলোভনেব্যাথিত ঈশ্বর।ভুলে যায় প্রতিপদেমানব সন্তান।যখনই সুযোগ জুটেলুফে নেয়।আবার ভুলের মাশুলদেয় দেবতারে।সে নানা উপঢৌকনেমিষ্টান্ন বিতরে।হেসে অর্ন্তযামী বলেনিয়তির লেখা।খণ্ডাবে কেমনে তারেমানব সন্তান।শুরু যার নিষিদ্ধ ভক্ষণেক্ষমিলাম তায়।এবার দেখা তোরমনুষ্যত্ব অপার।তরুণ শিকদার। বাংলাদেশ
Ashram Bengali Magazine, Ottawa