যেটুকু আছে সেটুকুই থাকআমি তোমার ভালোবাসা চাই না।কারণ ভালোবাসা রাখার মত জায়গাআমার হৃদয়ে নেই।তাছাড়া ভালোবাসা কি জিনিস বুঝি নাআর বুঝতেও চাইনি কোনদিন।আমি মোটা খায় মোটা বুঝিবুঝি কেউ কিছু জিনিস এমনি দেয়নাযদিও কেউ দেয় তাহলে তার কত রকম ছবি তুলে আর সকল মানুষকে চিৎকার করে জানায় সে কত মহানকিন্তু সে বুঝে না নিজেকে মহান বানাতে গিয়েঅন্যের সকল কিছু কেড়ে নিলোতাই আমার যেটুকু আছে সেটুকুই থাককারণ ক্ষুদপিপাসা ভরা হৃদয় নিয়েও হাসতে পারি।মোহাম্মদ আবদুর রহমানমালদাপশ্চিমবঙ্গ
Ashram Bengali Magazine, Ottawa