অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
মোহাম্মদ আবদুর রহমান -এর কবিতা

যেটুকু আছে সেটুকুই থাক

আমি তোমার ভালোবাসা চাই না।
কারণ ভালোবাসা রাখার মত জায়গা
আমার হৃদয়ে নেই।
তাছাড়া ভালোবাসা কি জিনিস বুঝি না
আর বুঝতেও  চাইনি কোনদিন।
আমি মোটা খায় মোটা বুঝি
বুঝি কেউ কিছু জিনিস এমনি দেয়না
যদিও কেউ দেয় তাহলে তার কত রকম ছবি তুলে 
আর সকল মানুষকে চিৎকার করে জানায় সে কত মহান
কিন্তু সে বুঝে না নিজেকে মহান বানাতে গিয়ে
অন্যের সকল কিছু কেড়ে নিলো
তাই আমার যেটুকু আছে সেটুকুই থাক
কারণ ক্ষুদপিপাসা ভরা হৃদয় নিয়েও হাসতে পারি।

মোহাম্মদ আবদুর রহমান
মালদা
পশ্চিমবঙ্গ