বিজয় - মহীতোষ গায়েন
বৈশাখও কেমন সলজ্জ আজ ম্রিয়মাণ অভিমানী
প্রকৃতির রুদ্ররোষ দ্বারা সে তাড়িত নয়,
সারা আকাশের মুখ ভার, অন্ধকার ঘনিয়ে আসে,
নিভৃতে কোকিলের আশাবরী, সমূহ সমাজে ভয়।
জনশূন্য রাস্তায় দেখা যায় ময়ূরের নাচ
হিমেল হাওয়ায় ভাসে অচেনা দীর্ঘশ্বাস,
ভয়ঙ্কর অচেনা সময়, খাঁ-খাঁ করে জীবনের সব পথ
রোমকূপে শিহরণ, আতঙ্কের দিন রাত্রিবাস।
একদিন মারণ-ভাইরাস চলে যাবে অবলীলায়
মেঠো রাস্তায় দেখা যাবে বাউলের আসা যাওয়া,
ছন্দময় মানুষ গাইবে জীবনের গান, খেটে খাওয়া মানুষের ভাতের থালায় উড়বে গরম ভাতের হাওয়া
একদিন সংক্রমণ প্রতিরোধী উদ্যমী মানুষ অগ্নিমন্ত্র
উচ্চারণ করে বলবে এগিয়ে বাংলা, হবেই যুদ্ধ জয়,
সব অহঙ্কার, দম্ভ আর বিভেদের বিষবাষ্প একদিন
বিনিদ্র বুকচাপা কষ্টের বৃষ্টিতে ধুয়ে হবে ক্ষয়,
যন্ত্রণা জর্জরিত মানুষ আবার ঐক্যের দিশারি হবে,
মৃত্যু মিছিল আর ভয়ার্ত কান্না আর নয়,
পুষ্ট শিশুর হাসিতে পূর্ণ হবে মমতাময় মায়ের কোল
সংগ্রামে,সেবায়, প্রেম-অপ্রেমে হবে করোনা বিজয়।
ড.মহীতোষ গায়েন,
অধ্যাপক, সিটি কলেজ
নব ব্যারাকপুর, কলকাতা-১৩১
-
ছড়া ও কবিতা
-
08-07-2020
-
-