হতভাগা কবি - কামরুল ইসলাম সাকী
এখন রাত দুইটা চব্বিশ
চারিদিকে অথই অন্ধকার!
পাশের রুমের মার্জারীটাও চলে গেছে
টিনের চালে ঝিরিঝিরি বৃষ্টির শব্দ।
কোনোদিকে কোনো সাড়াশব্দ নেই
সজল নামের বন্ধুটাও ঘুমিয়ে আছে।
কবি তার নিরব মনে কবিতা লিখতে বসে গেছে,
চোখে ভেসে উঠছে তার আগামী দিনগুলো ।
রিয়াদের হ্যাডফোনে বাজছে গান
ঠোঁটে নিকোটিন
চোখে ডার্ক সার্কেল
কন্ঠে চিৎকার
আমার মতো কে জেগে আছো?
আজ রাতেই যদি আমি চলে যাই!
যদি প্রচন্ড পিপাসায় নিজের গলায় নিজে চেপে ধরি!
যদি হাঁটতে হাঁটতে হোস্টেলের ছাঁদ থেকে পড়ে যাই!
এতো ঘুমের মাঝে কেউ কি জানতে পারবে?
কেউ কি জেগে উঠবে?
পুরো হোস্টেল ঘুমিয়ে পড়েছে,
কেবল মাত্র হতভাগা কবি কবিতার নেশায় জেগে আছে।
কামরুল ইসলাম সাকী
কবি, শিক্ষার্থী
ভূগোল ও পরিবেশ বিদ্যা, বিভাগ।
কটিয়াদী, কিশোরগঞ্জ, ঢাকা,
বাংলাদেশ।
-
ছড়া ও কবিতা
-
09-07-2020
-
-