এস ডি সুব্রত-এর কবিতা
অদ্ভুত ভালোলাগা
ভালো থাকা মানে তো
নিত্য তোমার, আমার খবর নেয়া
সুখ মানে তো
তোমার কাছে আমার অসীম নির্ভরতা
স্বপ্ন মানে তো
কাজের ফাঁকে একটু কথা বলা
তোমাকে পেলে
আমার ভালো থাকা হয় আগাগোড়া,
তোমার সাথে কথা বলা
জানি এ জন্মে কোনদিনই শেষ হবে না
তোমাকে ছুঁয়ে দেখব বলে
আমি অধীর প্রতীক্ষায় থাকি না
শুধু উন্মুখ থাকি
তোমার মায়াবী কথন শুনব বলে,
তোমাকে কাছে পাব
সেই নিশ্চয়তা কখনোই কিছুতে মেলে না
তাই বলে
কখনো তোমায় ভুলে থাকি না
কেউ দৈবাৎ
কাছে এলেও চোখ তুলে তাকাই না
তুমি এত দূরে
তবু তোমাকে মনে হয় সবচেয়ে কাছে
তুমি কত অবহেলা কর
তবু তোমার প্রতি কিছুতেই কমেনা আমার
অদ্ভুত ভালোলাগা।
নির্ভরতা
যত বিষন্নতা একাকীত্ব
কিছু রাগ অভিমান থাকুক না কেন
সব কিছু ম্লান হয়ে যায় দুটি শব্দযুগলে
কেমন আছেন?
কিংবা
কি করেন?
এ শব্দগুলি যখন চোখের সামনে ভেসে ওঠে
সব কষ্ট অভিমান ভুলে যাই,
মাত্র দুটি শব্দ
আমার কাছে অসাধারণ হয়ে উঠে
দুটি শব্দের ভেতর আমি হাজার শব্দ খুঁজে পাই
দেখি একটা বিশাল আকাশ
যেখানে ডানা মেলতে পারি অনাবিল উচ্ছ্বাসে
দেখি আগামীর স্বপ্ন দূঃখবিহীন দিন যাপনের,
খুঁজে পাই একটি নদী নিরবধি বয়ে চলা
অনন্ত সুখের
হৃদয়জুড়ে যেন বহে মন্দাকীনি ধারা
পাই এক ধরনের নির্ভরতা
সুন্দর আগামীর স্বপ্ন সম্ভাবনা
আমার রাজ্যে তখন আমি হয়ে উঠি
শৌর্য বীর্য আর ঐশ্বর্যশালী এক রাজা।
এস ডি সুব্রত
সুনামগঞ্জ, বাংলাদেশ।
-
ছড়া ও কবিতা
-
10-07-2020
-
-