অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
মিউজিয়াম - অভিজিৎ চক্রবর্তী

জীবন মানে কী --- এর উত্তর কী দেবে?
কেউ বলবে মুহূর্ত, কেউ বলবে হাসি কান্না,
কেউ বলবে অতীত স্মৃতি--- আরো কত কী!
আমায় যদি প্রশ্ন করঃ জীবন মানে কী?
আমি বলব জীবন মানে মিউজিয়াম। 
তুমি বলবে – কেন?
আমি বলব – মানুষ সেথায় অতীত আগলায়;
আর আঁকড়ে রাখে ভবিষ্যতের আশা,
জীবনও তো ঠিক তেমনি রকম---
ধুলি ধূসর অতীত, স্বপ্ন, বাস্তব, প্রেম---
চরমত্ব, অবমত্ব ---- কী নেই সেথায়?
আর আছে আশা।
লোকান্তরে উন্নীত হওয়ার আশা,
মহাজীবনে জয়ী হওয়ার সাধ।
এতকিছুর সংগ্রহ যে জীবন---
সে কি মিউজিয়াম নয়?

শুনেছি যারা ওয়ার্ডসওয়ার্থের বাড়ি দেখতে যায়,
তারা বলে–
এমন সাজানো মিউজিয়াম; যেন জীবন্ত মনে হয়।
যেন মনে হয়,
ভদ্রলোক একটু আগে লিখছিলেন
এখন একটু বেরিয়েছেন; আবার আসবেন।
মনে ভাবি, আমাদের জীবনটাও অমন হোক
জ্বলন্ত --- জীবন্ত --- প্রত্যকি
যদি কোন দর্শক কোনদিন উঁকি মারে–--
সে যেন পলেপলে খুঁজে পায় বিস্ময়---
“আজি হতে শতবর্ষ পরে”
কোন অজানা পথিক দ্বারে এলেও
যেন আমাদেরকে জীবন্ত বলে ভাবে।
যেন ভাবে–
“একটু আগেই তিনি ছিলেন, হয়ত এখন বাইরে গেছেন---  
আবার আসবেন। 
ততক্ষণ না হয় অপেক্ষা করি”।  

অভিজিৎ চক্রবর্তী
সোদপুর, উত্তর ২৪ পরগণা, 
পশ্চিমবঙ্গ, ভারত