অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
প্রবীর রঞ্জন মণ্ডল -এর কবিতা

আগুন শরীর
বাড়ির বাতাবি গাছের ডাল জুড়ে
আগুন পাখিরা বাসা বেঁধে আছে 
কতদিন বৃষ্টি নেই এই ভরা শ্রাবণ দিনে!
সার সার চামড়ায় কালো কালো দাগ 
টোপ টোপ অনর্গল বৃষ্টির আহ্বান 
নেভাতে পারে না এ শরীর আগুন জ্বালা।
গলায় একটা বিষমালা বরফ জুড়েছি,
ফুসফুস জুড়ে অজস্র কফের প্রকোপ 
উপেক্ষা করে ঠাণ্ডা পানীয় গলাধকরণ;
লজ্জা শরম বেআব্রু করে খুলে দিচ্ছি 
শরীরের সমস্ত শরম ঢাকা আবরণ।
মরণেরা দূরে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে 
আর মজা দেখছে সমস্ত শরীর আগুন পোড়ার 
ভাবছি এবার ঘোড়ার লাকামে
জিন পরিয়ে ছেড়েদেব উত্তুঙ্গ মাঠের মাঝে 
ছুটে ছুটে হাওয়া খাবে এপার ওপার।

নেমে আসতে পারত
রা মেঘ বৃষ্টি নিয়ে আসবে না এখন 
পাতায় পাতায় কত ধুলোবালি জমা 
ঘরে ঘরে কত শ্বাস প্রশ্বাস গুম মেরে আছে 
নিঝুম দুপুর যেতে রাতের বারান্দায় 
চাপা ঘাসের মতো অলক্ষে শুয়ে আছে মাটির নীচে 
আমাদের জল ঢালা মরা বৃষ্টিহীন সাদা মেঘ।
অথচ দেওয়ার ছিল আজ কাল পরশু অনেক কিছু 
ফুটিফাটা মাঠঘাট রাস্তার আনাচকানাচে 
মন, মন্দির উঠোন দুয়োরের গা ঘেঁষে।
ভেসে মজে যাওয়া ক্ষীণ নদীর তলদেশে
আয়েশে নেমে আসতে পারত নিমেষে
আসলো না; সে তো আসলোই না
বিষাদ সিন্ধুতীরে বিরাগের ছদ্মবেশে 
ভেসে ভেসে চলে গেল,হেসে হেসে চলে গেল 
স্বপ্নের বুনট জাল বুনে। 

প্রবীর রঞ্জন মণ্ডল 
আমতলী
দঃ24পরগনা 
পচিমবঙ্গ,ভারত