কাঁদতে হবে তোমাকে - বিশ্বজিৎ কর
আমি ঝড়ের কাছে রেখে যেতে পারব না, আমার ঠিকানা!
ঝড় উঠলে এখন আর বাউলবাতাস সঙ্গী হয় না, বারুদের গন্ধমাখা বাতাসে বিচলিত হই!
নীড় তো ছোট, ক্ষতি নেই -
বড় আকাশে চোখ মেলে দিই!
হাওয়া পাগলের মতো ছোটাছুটি করে,
ঝরাপাতাকে আঁকড়ে ধরে!
আমি হারিয়ে যাই চেতনার ভাসমান মেঘে,
তুমিও কি দিকভ্রান্ত হয়ে পড়?
তুমি যে ঝরাপাতার সেবাদাসী, ওদের যত্ন কোরো স্নেহ ভালোবাসার পরশে!
অন্তিম দিনেও বাতাস থাকবে, অপ্রাপ্তির সুরে বাঁধা! স্মৃতি হিসাবে রেখে দিও,
আমার না-কবিতার এলোমেলো শব্দ!
না-বলা কথা আর কবিতা হবে না,
তোমার একান্ত নিজস্ব রাতের সুখশয্যায় -
আমি নিস্তব্ধতার ছবি এঁকে দেব!
তুমি বুঝতে পারবে তার ভাষা,
কাঁদতে যে তোমাকে হবেই!
বিশ্বজিৎ কর
বোড়াল, কলকাতা
পশ্চিমবঙ্গ, ভারত
-
ছড়া ও কবিতা
-
11-07-2020
-
-