ভাষা - নির্মল ভৌমিক
ভাষা তো নয় পরের ধন,
ভাষা তো মোর আপন সত্তা
আপন ভাইয়ের তরতাজা রক্তের অর্জন!
ভাষা তো মোর ফাগুন হাওয়া
লাখো শহীদের নিবিড় ছোঁয়া
ভাবের প্রকাশে প্রিয়তমা!
ভাষা তো মোর শহীদ জননী,
বাতাসে দোল খাওয়া
ধানের শিষ আর দোয়েল পাখি!
ভাষা তো মোর বীর বাঙালি
পদ্মা মেঘনা যমুনা বিধৌত উদার চেতনা
রেসকোর্স ময়দানে মুজিবের তর্জনী!
ভাষা তো মোর গণতন্ত্রের সমাধিকার
চির উর্বর জমিনে পবিত্র নিশান
কণ্ঠে কণ্ঠে নতুন দিনের চেতনাময় আহ্বান!
ভাষা তো মোর নবজীবনের উত্থান
দেরাজ কণ্ঠে বীরের স্লোগান
মুক্তির দিশা অপরাজেয় স্বাধীনতা!
ভাষা তো মোর বায়ান্ন থেকে উনসত্তর
যারা করেছে ভাষার আঘাত
তাদের করিনি মোরা কসুর!
ভাষা তো মোর নিত্যদিনের উদীয়মান সূর্য
অনন্ত মহানভে যৌবন সাধনা
পিতার দরদী শাসন মায়ের ভালোবাসা!
নির্মল ভৌমিক
জেঠাগ্রাম, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া
-
ছড়া ও কবিতা
-
11-07-2020
-
-