আবু আফজাল সালেহ -এর কবিতা
পূর্ণতা পাক সাদা পৃষ্ঠাগুলো
পূর্ণতা বেয়ে অবারিত হোক
বিন্দু, বিন্দু থেকে রেখা
ঋজু ও তির্যক রেখা মিলে হোক ত্রিভুজ চতুর্ভুজ
ষড়ভুজ হলেও ক্ষতি নেই
কিংবা বৃত্তও হতে পারে
তবুও সরিয়ে রেখো না কাঁটাকম্পাস
পূর্ণতা পাক সাদা পৃষ্ঠাগুলো
পরিত্যক্ত জমিনে সুগন্ধির আবাস
দু-রঙা ফল ফুটে আছে
টলোমল সরোবরে হাজার ফুল
দু-খাঁজ থেকে পরাগরেণু ওড়ে
তোমার পরিত্যক্ত জমিনে সুগন্ধির আবাস
সেখানেই আমার দিব্যি বসবাস
গোধূলিবেলায় ধরলার তীরে
একা একা বসে আছো ধরলার তীরে
সৌন্দর্যরা ঘিরে আছে প্রকৃতির ভিড়ে।
লালচে কমলা ছায়া রূপ ঝলমল
ধরলার স্রোতধারা করে টলমল।
মৃদু বাতাস ছায়া অরুণিমা ঢাকা
কী যে রূপ, অপরূপ ল্যান্ডস্কেপ আঁকা।
দূর থেকে দেখি সব মন উচাটন
নিজেকে করি আড়াল করি নিবারণ।
আবু আফজাল সালেহ। চুয়াডাঙ্গা
-
ছড়া ও কবিতা
-
11-07-2020
-
-