অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
করোনাঃ এক অভিশাপ - সিদ্দিকা ফেরদৌস তরু

রোনা – তুমি দিয়েছো উপহার 
      মায়ের চোখে অশ্রু, 
করোনা- তুমি কেনো হয়ে গেলে
                বাবার চোখে শত্রু।
করোনা- তুমি কেড়ে নিয়েছো
               আবেগ, অনুভূতি ভালোবাসা,
করোনা-তুমি ভেঙে দিয়েছো
               আবাল, বনিতা সকলের আশা। 
করোনা-তুমি করেছো
               জীবন সবার আধিঁয়ার,
দীনতা, নিসম্বলতা, হীনাবস্থা 
               ঘুচবে কবে,আসবে কবে কর?
করোনা-তোমার কারণে 
              ঐক্যতা, অভিন্নতা, একত্বের বড় অভাব। 
জানিনা আবার কবে গড়ে উঠবে
      সকলের মধ্যে একভাব। 
করোনা-তোমার কারণে দর্শনেন্দ্রিয় 
      হয়েছে সদা অশ্রুময়,
আপনজনদের হারিয়েছি আমরা 
      কষ্ট রাখার নেই কোন আশ্রয়। 
করোনা -তুমি কবে যাবে? 
     কবে হবে তোমার অবসান? 
সারাবিশ্ব করুনাময়ের কাছে 
   করছে প্রার্থনা, করছে আবেদন। 

সিদ্দিকা ফেরদৌস তরু
গাইবান্ধা, বাংলাদেশ।