অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
জুমেলী সরকার-এর কবিতা

মাদল
কাশ জুড়ে মাদল বজায়
কৃষ্ণ বাদল দল
আয়রে তোরা, নাইরে সময়
ঘরের ভেতর চল

জানলা দিয়ে টাপুর টুপুর
বৃষ্টি ঝরো ঝরো
মনটা কেন সকাল দুপুর
করছে এমন তর?

আজকে এই বাদল বেলার
কেমন কোমল রূপ
বাদল মেঘে দিনের বেলায়
সন্ধ্যা নামায় ঝুপ!

মাদল বাজা হৃদয় আমার
বাজারে মাদল জোরে
মনটা আজ রওয়ানা ঘরে
মেঘের সাথেই ওড়ে--

মনটা ওড়ে কোন সে সুদূর
কোন সে মানস লোকে
গানের ভেলা ভাসিয়ে সেথায়
হারাই অসীম সুখে!

সম্পর্ক
প্রজাপতির ধূসর ডানায় নেমে আসে সম্পর্কের সায়াহ্ন
রং মুছেছে টানাপোড়েন, দ্বন্দ
অন্ধ অবিশ্বাসের ছায়া ফেলে চোখে ,মনে….
আকাশে ভেসে বেড়ায় মৃত পাখিদের চোখ
বৃন্দাবনী সারং বেহালার সুরে
তবুও চৌচির চৌকাঠ ভেদ করে
শিকড় করে চলে 
সরসীর সন্ধান অতল বিবরে
সবুজের প্রতিশ্রুতি তার অতলান্ত চোখে।

শ্রীমতি জুমেলী সরকার। মালদা