অটোয়া, বৃহস্পতিবার ২ মে, ২০২৪
অশনি - চন্দনা সাহু

ভোরের গরম চাএর বাষ্পে পুষ্ট হয় বিষাদের মেঘ,
নিদ্রাহীন চোখের কালি মরচে ধরায় মেরুদণ্ডে,
ধীবরের মতো অনিশ্চয়তায় যাপন
জীবন  তবু হাল ধরে থাকে।
অ‍্যাকোরিয়ামে রঙিন মাছ দৃষ্টিকে  করে তচনছ,
টিউবারক্লিসিসের জীবাণু  কিল বিল করে প্রতিটি, খাঁজে, খাঁজে, বাঁকে, আঁকে,---।
বৃষ্টি  স্নাত ঝরাফুলও আমন্ত্রণ  জানায়
মেঘ ঐ মৃদু  রমমবরম---।
ঐ যে রাজনীতর শৃঙ্খল, যেটা ধারণ করে আছি
রাখি বন্ধনের মতো।
শত আগ্মেয়আস্ত্র, শত প্রেমও পারে না তার
ভ্রম কাটাত,
নৈশভোজের টেবিলে  পদের সংখ্যা বাড়তে থাকে ক্রমে---।
স্রোতের প্রতিকুলে কিলবিল করে পুঁটিমাছের ঝাঁক,
ভোর হওয়ার আগেই পৌঁছে যাবে গন্তব্যে,
তবুও মাংসল শরীর লুকিয়ে রেখে দেব শামুকের খোলে।

চন্দনা সাহু,
পশ্চিমমেদিনীপুর,পশ্চিমবঙ্গ