সঞ্জীব সেন এর কবিতা
এসকেপ রুট
এসকেপ রুট খুঁজতে এসেছি
কোথাও কি নেই তমাম দুনিয়ায়
পকেটভর্তী প্রেমের সনেটগুচ্ছ
বলোনা শোনাইনি কোনদিনও
আজ বলছ কবিরা ভাষা-কুহক
প্রশ্নটা করার আগে একবার ভাবতে
অন্ধকারে হারিয়ে যাওয়ার আগে
হারিকেন শিখায় প্রেমিকার ঘরকে রাখে
তোমার বন্ধ দরজায় তালা
লোহার গেট-টা দোদুল্যমান
পলাশ মাধবীলতার প্রেম সাক্ষী ছিল,তোমারই বাগান
কবিরা ভাষাকুহক আগেই জানতে
প্রশ্নটা করলে তাই বলছি,
অন্ধকারে হারিয়ে যাওয়ার আগে
নিজেকে পাল্টাবে না কখনই।
সেই সব বিকেল
জলপাই রঙের শাড়িতে আজও যখন আসো
শেষ বিকালে রাঙা আলোয় তুফান কফিকাপে
কবিরা কি আজীবন থেকে যায় সূর্য-পোড়া ছাই
বিনায়কদার কবিতার লাইন ভাবতে ভাবতে
তোমার উঠোন কখন পেড়িয়ে যাই
বিকেলকে সাক্ষী রেখে একটু কৃষ্ণচূড়া ছুঁই
তোমার উঠোন মানেই কৃষ্নচূড়াগাছ
ব্যর্থপ্রেম মানেই কৃষ্ণচূড়া ফুল
ও ফুল, আমায় করো পুড়িয়ে ছারখার
শরীরের আগে মনকে চাই বারবার
ও ফুল, তোমায় দিলাম কুয়াশামথিত সকাল
আমাকে আর একটিবার বিকেলগুলো দিও
যে হাওয়া তোমার উঠোন চেনায়,আত্মায়, বিশ্বাসে
সেই হাওয়ার নাম দিতে কেন যে ভয় হয় ।
সঞ্জীব সেন
পানিহাটী গৌরাঙ্গ ঘাট রোড
কলকাতা। পশ্চিমবঙ্গ
-
ছড়া ও কবিতা
-
13-07-2020
-
-