অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
কদম ফুল - রাশেদ আহম্মেদ

র্ষা এলো বর্ষা এলো 
ফুটলো কদম ফুল।
পুকুর ভরলো খাল ভরলো 
ভরলো নদীর কুল।

নতুন পানি পেয়ে মাছ 
কি যে ছল-ছলায়।
জেলের জালে পড়লো ধরা,
কেচকি গুলো যেন পল-পলায়।

মেঘ ধরেছে বৃষ্টি পড়ে, 
রাখাল ছেলে গায়ে।
বিরু বিরু বৃষ্টির ফোটায়,
দৌড়ছে রাখাল পায়ে পায়ে।

কদম গাছে ফুল ধরেছে,
লাগছে ভালো বেশ।
নয়া বধূ কদমা খেলে,
কিরণ কালো কেশ।

রাশেদ আহম্মেদ,
রামগঞ্জ -লক্ষীপুর,
বাংলাদেশ।