অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
মৃত্যুনিদান - সুধাংশুরঞ্জন সাহা

প্রকৃতির মৃত্যুনিদান ঘোষিত হলে,
পৃথিবী জুড়ে শোকের গান বাজে।
সাদাপাখির পালকে ওড়ে মহাকাশ।
কৃষ্ণগহ্বর থেকে মহীনের ঘোড়ারা 
উঠে এসে ঘাস খায় মৃত্যুর প্রান্তরে।
মানুষের লুকনো অপরাধ ডানায় মুছে,
চিল উড়ে যায় অন্য পৃথিবীর খোঁজে।
ক্লান্ত দুনিয়ার শূন্য আলিঙ্গনে
ভিড় করে আসে আতঙ্কের স্বরলিপি।
নির্ঘুম রাত্রির অন্ধকার 
ইতিহাসের পাতা উল্টে মেখে নেয়
শতাব্দীর মহামারি ও প্লেগের বিষণ্নতা।
পারাপারহীন কল্পিত সাঁকোয় 
মাথা কুটে মরে পরিযায়ী শত সহস্র পা।
ইতিহাস প্রবণতা লোপ পেলে,
নির্দ্বীপ অন্ধকারে মৃত্যচেতনা গাঢ় হয়।
জলরং ক্যানভাস অনর্গল
শোক বিনিময় করে ইচ্ছায় অনিচ্ছায়।

সুধাংশুরঞ্জন সাহা,
কলকাতা, পশ্চিমবঙ্গ