সিদ্ধার্থ সিংহের দুটি কবিতা
আমার লোক
দুর্গতদের ত্রাণের মালপত্র মাঝপথে বেঁচে দিলেও
ছাড় পেয়ে যাবেন
যদি আমার লোক হন।
যদি আমার লোক হন
দেড় বছরেই দ্বিগুণ টোপ দিয়ে
জনগণের কাছ থেকে
তুলুন না যত পারেন টাকা।
ফাঁকা বাড়ি পেয়ে দিনে-দুপুরে দল বেঁধে ঢুকে
মা এবং মেয়েকে একই খাটে...
হাতেনাতে ধরা পড়লেও
অত ভয় পাওয়ার কিছু নেই
যদি আমার লোক হন।
টুন-টুন, রাহাজানি, আর্মস নিয়ে ঘোরা
কিংবা জমি দখল, তোলাবাজি, অপহরণ
যা ইচ্ছে করুন
চিন্তার কিছু নেই
যদি আমার লোক হন।
আর আমার লোক হতে গেলে?
না, শুধু ভোট দিলেই হবে না
শুধু মিছিলে হাঁটলেই হবে না
শুধু আমার তালে তাল মেলালেই হবে না।
এ সব তো সবাই করে,
আমার লোক হতে গেলে
যা পাবেন, তার অন্তত এইট্টি পার্সেন্ট কাটমানি
আমাকে দেবেন।
তা হলেই আপনি আমার লোক
আমার লোক
এবং আমার লোক...
অক্সিজেন সিলিন্ডার
যে দিকে তাকাচ্ছি
দেখছি, সবাই ছোট্ট ছোট্ট অক্সিজেন সিলিন্ডারের ট্রলি
টানতে টানতে যাচ্ছে
বাজারে... অফিসে... বিয়েবাড়িতে...
বইয়ের ব্যাগ নয়, নানান রং আর ডিজাইনের
অক্সিজেন সিলিন্ডার নিয়ে
কেউ হামাগুড়ি দিচ্ছে
কেউ দোলনা চড়ছে
কেউ হা ডু ডু খেলছে
রাতে ঘুমানোর সময়েও সবার নাকে লাগানো
অক্সিজেন মাস্ক।
যে দিকে তাকাচ্ছি
সে দিকেই এই একই দৃশ্য
কিন্তু বুঝতে পারছি না
সালটা কত!
সিদ্ধার্থ সিংহ
আলিপুর রোড,
কলকাতা, পশ্চিমবঙ্গ
-
ছড়া ও কবিতা
-
14-07-2020
-
-