অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
ইতিহাস থমকে গেলো - দেওয়ান সেলিম চৌধুরী

নে প্রশ্ন জাগে, এসেছিনু কবে, এই ভবে মানুষ রূপে
আদম হতে শুরু করে এই আধুনিকতার যুগে,
আমিতো দেখিনা সুযোগ, মানুষের গাছে চড়িবার।
সকলেই ভালবাসার ছত্রছায়ায় ছিল বিধাতার।
এরমাঝে পয়গম্বর ছিল হাজার হাজার।
তারাতো সবাই ছিল বিধাতার অতি আপনজন,
তারা কেন বেছে নেবে ভীতিপূর্ণ গহীন বন?
তাহলে কি অন্যকোন প্রজাতি ছিল মানুষের মত
কারা ছিল তারা, অরণ্যে দিশেহারা, দুর্ভাগা যত
বনে বনে ঘুরিয়াছে, মরিয়াছে, লড়িয়াছে, করিয়াছে জয়
বলে গেলো, রেখে গেনু মুক্ত পৃথিবী, করিওনা ভয়।
হঠাৎ আদম আসি, কোনটাসি,
      নিয়ে নিল যত কৃতিত্ব তার
মানুষের ইতিহাস থমকে গেলো
      কি অবাক কারবার।
আমাদের হলোনা জানা, আমাদেরই পূর্ব ইতিহাস
সত্যকে মুছে ফেলার একি নগ্ন প্রয়াস।

দেওয়ান সেলিম চৌধুরী। অটোয়া