কেউ রবো না - সোহেলী নার্গিস
দেখো না মানুষ কেমন করে হারিয়ে যায়।
কেমন করে চলে যায়।
কেমন করে মায়ার বাঁধন ছিঁড়ে যায়
একদিন তুমিও যাবে
যাবো আমিও।
অথচ কত স্বপ্নের পসরা নিয়ে
রঙিন ঘুড়ি ওড়াই।
মনের কুঞ্জে বাসর সাজিয়ে সুখ সুখ
অনুভবে পৃথিবীর বুকে মালঞ্চ সাজাই ।
ঘুমে কি বা নির্ঘুমে।
কল্পনার সাগরে ডুব দিয়ে
আনি কত মুক্তো মানিক হীরে।
থাকি সেথা বছর বছর না ছুঁয়ে ছুঁয়ে।
স্বপ্নের মালাটি শুকিয়ে থাকে
নিঃশ্বাসের অন্তরালে।
এ সুন্দর গগনতলে।
মনোহারী বসন বসত ছেড়ে
একদিন আমিও যাবো
তুমিও যাবে চলে।
এ জমিনে আমি হাঁটছি
তুমিও হাঁটছো,
অন্যরা হেঁটেছিল
স্বপ্নের পানসিতে চড়েছিল
দুঃখের ডিঙি বেয়েছিল
হেসেছিল, কেঁদেছিল।
একদিন হারিয়ে যাবো, যাবে তুমিও।
কে আর ফিরেছে কবে?
ফিরে আর আসবে না কভু।
ফিরে নি ফিরবে না।
আমরাও যাবো চলে একদিন আগে
কি বা পরে।
তবে কেন?
তবে কেন দরিয়ার ঢেউয়ের মতো
আছড়ে পড় শীতল জলে?
তবে কেন প্যাঁচার মতো চোখ করে
শাসাও দিবস ভরে?
তবে কেন চিলের মতো উড়ে উড়ে
ঘুরে ঘুরে শিকার ধরো?
শরীরে আঁচড় কেটে খাবার খাও
পেট পুড়ে?
তবে কেন বাজপাখির মতো
ডানার ঝাঁপটায় আহত করো দুর্বলেরে?
কাকের মতো মাতম করো কর্কশ স্বরে?
মনে রেখো,
একদিন চলে যাবে।
চলে যাবো আমিও।
কেউ রবো না এ ভূবনে।।
ড.সোহেলী নার্গিস
ঢাকা, বাংলাদেশ।
-
ছড়া ও কবিতা
-
16-07-2020
-
-