ইলা সূত্রধর-এর কবিতা
তোমাকে ছোঁওয়ার জন্য
এই বৃষ্টিরাতে ভিজে যাচ্ছে গোটা চরাচর
মেঘের ঘোমটা সরিয়ে স্নান সেরে
বেড়িয়ে এলো অভিসারী চাঁদ
জোছনায় টইটম্বুর ভিজছে সাধের বাগান
তাই আমি ফুলের কাছে ছুটে যাচ্ছি
তোমাকে ছোঁওয়ার জন্য
জুঁইফুলে লেগেছে বিন্দু বিন্দু জলের ফোঁটা
মেঘের চুলে ছড়াচ্ছে গোলাপজলের সুবাস
মন আমার জলফড়িং হয়ে জলছবি আঁকছে
জলজ বাতাস বিলোচ্ছো ডাকপিয়নের চিঠি
তাই খোলা জানলায় পথ চেয়ে বসে আছি
তোমাকে ছোঁওয়ার জন্য
একটা তারা হারিয়ে গেল দূর আকাশ থেকে
মেঘেরা ঢেকে ফেললো নীলাভ আলো
দূরের লাইট হাউসে অঝোরে সৌন্দর্যের বৃষ্টি ঝরছে
উত্তাল ঢেউয়ের দাপটে জলোচ্ছ্বাসে প্লাবিত চর
তাই জলাশয় পেড়িয়ে বৃষ্টি নিয়ে ছুটে যাচ্ছি
তোমাকে ছোঁওয়ার জন্য
বৃষ্টি ভেজা সেই প্রিয় মুখ
ব্যথার বীণা বাজাও কেন
বর্ষা মুখর সন্ধ্যাবেলা
পুড়ছে আরো বুকের আগুন
বইছে করুন সুরের ভেলা
বিজুরীয়া হৃদয় আমার
উত্তাল এই ঢেউয়ের নদী
বৃষ্টি পড়ে বুকের ভেতর
স্বপ্ন সোহাগ নিরবধি
ঘোমটা পড়া চাঁদের আকাশ
ভেজা বাতাস মেঘের ফাঁকে
মাঝদরিয়ায় ভাটিয়ালি
বাউল গানের ছবি আঁকে
কর্ণফুলীর জলে ভাসে
আশাহত জীবন যাপন
প্লাবন হলে বান ভেসে যায়
সঙ্গিবিহীন একলা আপন
তখন আমি রাত্রি জেগে
ঠায় প্রহরে ভিজতে থাকি
খোঁপায় দেই জুঁইয়ের মালা
দৃষ্টিপাতের কাজল মাখি
আমায় নাহয় দূরেই রাখো
যন্ত্রণাতে অনন্ত সুখ
যত্ন করে তবুও সাজাই
বৃষ্টি ভেজা সেই প্রিয় মুখ
ইলা সূত্রধর
বালুরঘাট, দঃ দিনাজপুর,
পশ্চিমবঙ্গ, ভারত।
-
ছড়া ও কবিতা
-
17-07-2020
-
-