শুধু তুমি - লক্ষণ কিস্কু
ধরার বুকে আজকে তুমি
বরেণ্য বরাভয়
বন্ধু তুমি কোথায় আছ
জানতে ইচ্ছে হয়।
ফুলের পাঁপড়ি ধূপের গন্ধ
তোমাতে আমি লয়
সাগর পারে দ্বীপের মতো
জীবন আমার ক্ষয়।
ভাবের সাগরে উথাল পাথাল
স্বপন কথা কয়
হালকা হাওয়া গানের কলি
কন্ঠে আমার রয়।
পদ্মা পারের শালুক দিঘি
রোদের কিরণ কয়
আয়লো আমার পরাণ মাঝে
নদীর মতো বয়।
শুধু তুমি দূরে দূরে
জানতে ইচ্ছে হয়
মিলবে কবে আমার সাথে
হচ্ছে আমার ভয়।
লক্ষণ কিস্কু
রানীবাঁধ, বাঁকুড়া,
পশ্চিম বঙ্গ, ভারত।
-
ছড়া ও কবিতা
-
17-07-2020
-
-