অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
একদন্ড কারাবাস - টিটোন হোসেন

য়ন নিশীথে নন্দিত নন্দনকানন,
সুশোভিত সুনয়না সুমতি তোমার,
যতো দেখি নয়নে তোমার, 
জেগে ওঠে হৃদয়ে ভূকম্প সমান।

নন্দনে শোভিত রঙ্গন লাল,
তেমনি হলো কপাল তোমার, 
রক্তিম হয় বারবার হৃদয় নীড়
খঞ্জরী চালাও হৃদপিণ্ড বরাবর।

তনয়া তনুশ্রী অঙ্কিত মুখবৃত্ত, 
যেনো লুটোপুটি দিচ্ছে লাল নীল পদ্ম,
শুভ্র শাপলা দোদুল্যমান জীবন, 
ছুঁতে চায় মন;হৃদয় তোমার। 

নন্দনকানন নির্মাণ করি হৃদভূমে
একবার শুধু তোমার হৃদয়হেরী,
সবুজবীথি জন্মাবে জানি ঐ ঐশ্বর্যে,
বারবার ফিরি শুধু তোমার আঙিনা শেষ। 

কাননের গোলাপ যতো ফিকে হয় পাছে,
তোমার ওষ্ঠ যেনো নিয়েছে সমস্ত শুষে, 
যদি বলি চলো ঘুরি অলির পিছে,
দিবে বলো আমায় একদন্ড কারাবাস। 

আজি তটিণী-র তীরে হিল্লোল যতো,
গর্জে ওঠে হৃদয় ক্ষত,
দন্ডিত মন পিছু ফিরে দেখে, 
ঘুরে ফিরে আবার তোমায় হৃদপটে আঁকে।

টিটোন হোসেন
প্রভাষক, ব্যবস্থাপনা
ধামরাই সরকারি কলেজ, ঢাকা।