অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
লিটন রাকিব - এর দুটি কবিতা

নিরবতা 
নেকটা পথ পেরিয়ে এসেছি -
দুপুরের খোলা-মাঠ, গঙ্গার ধার
পান্থশালা, কুয়াশামাখা পৃথিবীর-
ঘুম ভাঙেনি তখনও...
অতল ক্লান্তি আর গভীর আলসেমিতে পাশ
ফেরে সময়!
একা আকাশ, একা পাহাড় আর প্রান্তর জুড়ে
হাসে একা রোদ! 

শব্দেরা রং হারিয়ে
পথ হারাচ্ছে কানা-গলিতে,
ঘরের কোনে মৃত শব্দের ভিড়,
শান্ত নিথর শবদেহ!

বসন্ত
মার মা রোজ তুলসিতলার পাশ দিয়ে
এগিয়ে- নামাজ পড়েন।
আমার বাবা আল্লাহর নাম শুনতে শুনতে
প্রতিদিন সন্ধ্যা - আরতি দেখেন।
আমরাও ঈশ্বরের উপাসনা করি
গানের সুরে।

আজ বসন্ত, কাল বসন্ত, বসন্ত প্রতিদিন। 

লিটন  রাকিব 
দঃ ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ, ভারত।