অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
ফারজানা ফেরদৌস-এর কবিতা

হাসি 

হাসি!
হাসি কিন্তু অনেকখানি সুখ
কান্না-হাসির দোলায় দুলে
জীবন কাটছে রোজ।।

হাসি!
সে এক অমূল্য সম্পদ
কোথাও তারে পাবে না কিনতে
যত‌ই ঘুরে মরো।।

হাসি!
ভিতর মনের যাওয়া-আসা
গুণে গুণে পা ফেলাটা
তবেই কিনা ছুটতে পারে
অমন হাসির ঝর্ণা ধারা।।

চক্র
ভাষাগুলো হারিয়ে যায়
হারায় আরো পথ -ঘাট
আবারও খুঁজে পেতে
হারানো পথেই হারায় আবার।।

গচ্ছিত
কাব্যের নাম যদি হয় প্রেম
তবে কাব্য‌ই আমার প্রেম
সব অশ্রুজল জমিয়ে রাখি
কাব্যের প্রতিটি অক্ষরে।।

সহজেই
ক্ত ঝড়ে হৃদয় মাঝে
দুঃখ খোঁচার আলপিনে।।

ফারজানা ফেরদৌস
ঢাকা, বাংলাদেশ।