ফিরে আসার তৃষ্ণা - মোঃ শরিফুলইসলাম
যদি এ তৃষ্ণার্ত গ্রীষ্মের
কোন এক নিস্তব্ধ নির্জন প্রহরে,
মায়াবী এ পৃথিবীর বুক থেকে
আমি হারিয়ে যাই চিরতরে!
যদি কেউ আর খোঁজ না করে,
অষ্ট প্রহর আতঙ্কিত
আশা-নিরাশার দোলাচলে বন্ধি
ভীষণ বদলে যাওয়া এ পৃথিবীর পরে।
তবুও ভালোবাসব, ভালোবাসি বলতে
আবার ফিরে আসবো,
হয়তোবা কোন এক কোলাহলময়
প্রাণ ফিরে পাওয়া আনন্দে পূর্ণ বসন্তে।
দেখবো শিশুদের কলরোলে
বাঁধ ভেঙেছে নিস্তব্ধতার,
মৃদু বায়ু পরম মমতায় চুমিয়া যাচ্ছে
সদ্যোজাত বাসন্তী কচি পাতা।
নতুন এক নিস্তব্ধ নির্জন প্রহরে
প্রিয়জনের সান্নিধ্যে বসে শুনবো
মানুষের প্রতি বিমুখ পৃথিবীর
ধূসর সেইসব দিন-রাত্রির কথা।
মোঃ শরিফুলইসলাম
হালিশর, চট্টগ্রাম, বাংলাদেশ।
-
ছড়া ও কবিতা
-
18-07-2020
-
-